
৭১ দখলের মতো বাংলা নববর্ষও দখল করে রেখেছিল আওয়ামী লীগ : শামা ওবায়েদ
Progga News Desk:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, এ বছর সব ধর্ম, সব বর্ণের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতো করে নববর্ষকে বরণ করে নিতে পেরেছেন। অথচ গত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারেনি। একাত্তরের চেতনা বিক্রির মতো আওয়ামী লীগ বাংলা নববর্ষও দখল করে রেখেছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেত্রী।
মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২–এর অন্তর্গত সালথা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী লাঠি ও হাডুডু খেলা প্রদর্শনী এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শামা ওবায়েদ। নববর্ষ উদ্যাপন উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামক এক ফ্যাসিবাদ জন্তু। ৭১ যেমন দখল করে তারা প্রতিদিন চেতনা বিক্রি করে খেত, বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৭১ দখলের মতো বাংলা নববর্ষও দখল করে রেখেছিল।
বক্তব্যে বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের কারণে বিএনপির নেতা–কর্মীদের অনেক ভুগতে হয়েছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, গত ১৫ বছর আন্দোলনের কারণে বিএনপির হাজার হাজার নেতা–কর্মী হতাহত হয়েছেন। বিএনপি নেতা–কর্মী ও ছাত্র-জনতার আত্মাহুতির কারণে আজকে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি।
সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহিন মাতুব্বর, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার প্রমুখ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত করার জন্য আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন করেছেন। তিনি (খালেদা জিয়া) একজন আপসহীন নেত্রী হওয়ার কারণে একটি মিথ্যা মামলায় শেখ হাসিনা তাঁকে জেল খাটিয়েছেন। তারেক রহমান তাঁর সারাটা জীবন বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করে আসছেন। অতএব আমরা চাই, এ বছরটি হোক আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বছর।